মরিয়া বাস করবি কত কাল বেবুঝ মন বাঙ্গাল
Moria Bas Koribo Koto Kal Bebujh Mon Bangal
বলন বাণী”মরিয়া বাস করবি কত কাল বেবুঝ মন বাঙ্গাল”
—————————————-
মরিয়া বাস করবি কত কাল বেবুঝ মন বাঙ্গাল,
কার মায়াই ধরলি কষি মোহময় সংসার হাল।
জাগতিক জ্ঞানে গেলি মারা,
আদ্যজ্ঞান রইলি হারা,
তাই দেখি পাগলপারা,
সংসারের মায়ায় চিরকাল।
বাহ্যতা অর্জন করলি,
নরকবাস বুঝিয়া নিলি,
আদ্য বিনে স্বর্গ হারালি ,
সুখে দুঃখে মিলেনা তাল।
আদ্যজ্ঞান সত্যের ঠিকানা,
নিজকে নিজে যায় চেনা,
গুরুকৃপায় স্বর্গ কিনা,
তরিতে উড়াইয়া পাল।