কোথা গেলি ও ভাই কানাই
Kotha Geli O Bhai Kanai
ফকির লালন সাঁই
কোথা গেলি ও ভাই কানাই ।
সকল বন খুঁজিয়ে তোরে
নাগাল পাইনা ভাই ।।
বনে আজ হারিয়ে তোরে
গৃহে যাব কেমন করে
কি বলবো মা যশোদারে
ভাবনা হল তাই ।।
মনের ভাব বুঝতে নারি
কি ভাবের ভাব তোমারি
খেলতে খেলতে দেশান্তরি
ভাবে তো দেখতে পাই ।।
আজ বুঝি গো চারণখেলা
খেলবি না রে নন্দলালা
লালন বলে চরণবালছা
পাই না বুঝি ঠাই ।।