শিরোনামঃ মোমের দেয়াল
Momer Deyal
শিল্পীঃ তাহসান খান
অ্যালবামঃ দূরবীন
Momer Deyal | Durbeen (Short Film)
Rumman ft. Tahsan | Nadia | Vicky Zahed | Tahsin Rakib
মোমের দেয়াল উঠনে বারান্দায় তুমি
একটু দূরে দাড়িয়ে রোদের হাতছানি,
ভেঙ্গে দিয়ে সে মোমের দেয়ালটা
আসবে আমার কোলে,
নিয়ম ভাঙতে যে সাহস সঞ্চারী
আসবে সে আমারই,
চল ভেঙ্গে দেই সে দেয়াল
সমাজের ঠুনকো খেয়াল
বাচু দুজনায় মায়াতে মায়ার দেয়াল।।
হলদে সাগরে হাত দরে সূর্য সাতারে
হাতে হাত চোখে চোখ সত্য খোজার লোক,
ভেঙ্গে দিয়ে সে স্বপ্ন গুলো সমাজটা জিতে যায়
রক্ত দিয়ে কি অবশেষে ভাঙ্গতে হবে দেয়াল,
তুমি কখনও কি হবে না আমার হবে না মায়াতে
মোমের দেয়াল কখনও কি ভাঙা হবে না।।
মোমের দেয়াল এই ছাদে ঘুড়ির সুতো টানা
একটু দূরে দারিয়ে কাছে যেতে মানা,
ছিড়ে দিয়ে সে ঘুড়ির সুতোটা
আসবে আমসর কোলে ,
নিয়ম ভাঙ্গতে যে দৃঢ় প্রত্যাশা আছে সে আমারই,
চল ভেঙ্গে দেই সে দেয়াল সমাজের ঠুনকো খেয়াল
বাচি দুজনায় মায়াতে মায়ার দেয়াল,
তুমি কখনও কি হবে না আমার হবে না মায়াতে
মোমের দেয়াল কি কখনও ভাঙা হবে না।।