বিনোদিনী গো তোর এ বৃন্দাবন, কারে দিয়ে যাবি
Binodini Go Tor Brindabon
কথা ও সুরঃ সাধক রাধারমণ দত্ত
শিল্পী-সুভাষ ক্ষ্যাপা
বিনোদিনী গো তোর এ বৃন্দাবন,
কারে দিয়ে যাবি,
মধুর এ বৃন্দাবন কারে দিয়ে যাবি।।
বিনোদিনী গো তোর এ বৃন্দাবন,
কারে দিয়ে যাবি।
পুরুষও ভ্রমরা জাতি,
কান্দিলে কি হবে গো রাঁধে,
কান্দিলে কি হবে।।
ও তুই পরের জন্য এত করলি
পরের জন্য এত করলি
পরে কি দাম দেবে গো।
তোর এ বৃন্দাবন,
কারে দিয়ে যাবি।
বিনোদিনী গো তোর বৃন্দাবন,
কারে দিয়ে যাবি।
রাধে যখন রান্তে বসে
কালা বাজায় বাঁশি গো রাধে
কালা বাজায় বাঁশি।
আর এ রাধে যখন রান্তে বসে
কালা বাজায় বাঁশি গো রাধে
কাল বাজায় বাঁশি।
বাঁশি রাধে রাধে রাধে বলে
রাধে রাধে রাধে বলে
সদাই যেন বাজে গো।
তোর এ বৃন্দাবন,
কারে দিয়ে যাবি।
ভাইবে রাধারমণ কান্দে,
নদীর কূলে বইয়া গো রাধে,
নদীর কূলে বইয়া।।
আমি পার হইমু পার হইমু বলে
পার হইমু পার হইমু বলে
দিন তো গেল বইয়া গো।
তোর বৃন্দাবন,
কারে দিয়ে যাবি।
বিনোদিনী গো তোর বৃন্দাবন,
কারে দিয়ে যাবি।
মধুর বৃন্দাবন কারে দিয়ে যাবি।
বিনোদিনী গো তোর বৃন্দাবন,
কারে দিয়ে যাবি।।