জীব মরে জীব যায় কোন শহরে
Jib More Jib Jay Kon Shohore
ফকির লালন সাঁই
জীব মরে জীব যায় কোন শহরে ।
জীবের গতি মুক্তি কে করে ।।
রাম নারায়ন গৌর হরি
ঈশ্বর যদি গন্য করি
তারাও সব গর্ভধারি
জীবের ভার দিই কারে ।।
যারে তারে ঈশ্বর বলা
বুদ্ধি নাই তার অর্ধ তোলা
ঈশ্বরের নাই যমের জ্বালা
তাই ভাবি মনের দ্বারে ।।
ত্রিজগতের মূলাধার সাঁই
জন্ম মৃত্যু তার কিছুই নাই
লালন বলে জানে সবাই
তবু ঘোর বাঁধায় ঘুরে ।।