উপরোধের কাজ দেখোরে ভাই
Uporodher Kaj Dekhore Bhai
Key Lyrics
ফকির লালন সাঁই
উপরোধের কাজ দেখোরে ভাই
ঢেঁকি গেলার মতো ।
সে তো যায় না গেলা তলাগলা
ফেড়ে হয় হত ।।
মনটা যাতে রাজি হয়
প্রাণটা তাতে আপনি যায়
পাথর দেখে ভাসে শোলার মতো
বেগার ঠেলা ঢেঁকি গেলা
টাকশালে সই নয় তো ।।
মুচির চাম কেটোয়ায় গঙ্গা মা
কোন গুনে যায় দেখো না
তারে ফুল দিয়ে পায় না তো
মন যাতে নাই পূজলে কি হয়
ও ফুল দিয়ে শত শত ।।
যার মনে যা লাগেরে ভাই
সে করুক সদাই
গোল কেন আর এতো
ফকির লালন কয় লাথিয়ে পাকায়
সে ফল কভু হয় না মিঠেতো ।।