আপন মনে যাহার গরল মাখা থাকে | Apon Mone Jahar Gorol Makha Thake | ফকির লালন সাঁই

আপন মনে যাহার গরল মাখা থাকে
Apon Mone Jahar Gorol Makha Thake
ফকির লালন সাঁই
আপন মনে যাহার গরল মাখা থাকে ।
যেখানে যায় সুধার আশায়
তথায় গরলই দেখে ।।
কীর্তিকর্মার কীর্তি অথৈ
যে যা ভাবে তাই দেখতে পায়
গরল বলে কারে দোষাই
ঠিক পড়ে না ঠিকে ।।
মনের গরল যাবে যখন
সুধাময় সব দেখবে তখন
পরশিলে এড়াবি শমন
নইলে পড়বি পাকে ।।
রামদাস মুচির মন সরলে
চামকাটোয়ায় গঙ্গা মেলে
সিরাজ সাঁই লালন কে বলে
আর কি বলবো তোকে ।।
আপন মনে যাহার গরল মাখা থাকে | Apon Mone Jahar Gorol Makha Thake | ফকির লালন সাঁই

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *