আর কি ফিরে পাবো রে | Ar Ki Fire Pabo Re | Key Lyrics

আর কি ফিরে পাবো রে
Ar Ki Fire Pabo Re
Key Lyrics
কবিয়াল বিজয় সরকার ।

আর কি ফিরে পাবো রে

Ar Ki Fire Pabo Re

আর কি ফিরে পাবো রে
আমি যারে হারায়েছি মনে ।
সে যদি আমায় দেখতে আশে গো
চিনবে কি দুই নয়নে রে ।
বাদল হাওয়া নিষ্ঠুর শ্রাবণ মেঘে ডাকা তারা
এমনি দিনে হারায়েছি আমার ঘরের চাঁদ ।
অসে আলোর ঝর্ণা আঁধারের বাকে গো
ঐ চাঁদ খুঁজি সারা ভুবনে ।
মণিমুক্তা হিরাকাঞ্চন না থাকিলে ঘরে
অর্থ হলে সবি মিলেরে দিন কয়েক পরে ।
অতার মন বিক্রয় হয় মনের দরে গো
সেই মন মিলেনা মনি-কাঞ্চনে ।
নদীর কূল ভাঙ্গিয়া গেলে পরে বালুর চর
ঘরের কূল ভাঙ্গিয়া গেলেরে আরকি পরে চর ।
অজার ভেঙ্গে গেছে স্বপ্নের ঘর গো
সে কেমনে ঘর বান্ধে চরে ।
আমি জীবনে যারে হারায়েছি পাব ফিরে আর
কিঞ্চিৎ মাত্র রইল সুধু প্রানের হাহাকার ।
পাগল বিজয়ের ছিঁড়ল বিনার তার
বিনা বাজেনা সুজন বিহনে ।
আর কি ফিরে পাবো রে | Ar Ki Fire Pabo Re | Key Lyrics

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *