আমি কেমন করে পত্র লিখি | Ami Kemon Kore Potro Likhi | মুজিব পরদেশী

শিরোনামঃ আমি কেমন করে পত্র লিখি
Ami Kemon Kore Potro Likhi
শিল্পীঃ মুজিব পরদেশী
সুরকারঃ বিদিত লাল দাস
গীতিকারঃ মনমোহন কবিয়াল
আমি কেমন করে পত্র লিখিরে বন্ধু
গ্রাম পোস্টাফিস নাই জানা
তোমায় আমি হলেম অচেনা।।
বন্ধুরে… হইতা যদি দেশের দেশি
শ্রীচরণে হইতাম দাসী গো,
আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু
শুনতাম না কারো মানা,
তোমায় আমি হলেম অচেনা।।
বন্ধুরে……..শুইলে না আসেরে নিদ্রা
হ্মনে হ্মনে আসে তন্দ্রা গো,
আমি স্বপন দেখে জেগে উঠিরে বন্ধু
কেদে ভিজাই বিছানা,
তোমায় আমি হলেম অচেনা ।
আমি কেমন করে পত্র লিখিরে বন্ধু
গ্রাম পোস্টাফিস নাই জানা
তোমায় আমি হলেম অচেনা।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *