আমার হাড় কালা করলাম রে | Amar Har Kala Korlamre | রথীন্দ্র নাথ রায়

শিরোনামঃ আমার হাড় কালা করলাম রে
শিল্পীঃ রথীন্দ্র নাথ রায়
Rathindra Nath Roy
গীতিকারঃ পল্লীকবি জসীম উদ্দিন
আমার হাড় কালা করলামরে
আমার দেহ কালা করলামরে
আরে আমার অন্তর কালা করলামরে
দুরন্ত পরবাসে।।
মন রে, ওরে হাইলা লোকের লাঙ্গল বাঁকা
জনম বাঁকা চাঁদরে জনম বাঁকা চাঁদ,
হায়রে, তার চাইতে অধিক বাঁকা
আমি যারে দিসি প্রাণরে, দুরন্ত পরবাসে।।
মন রে, আরে কূল বাঁকা গাঙ বাঁকা
বাঁকা গাঙের পানিরে, বাঁকা গাঙের পানি,
আরে, সকল বাঁকায় বাইলাম নৌকা
তবু বাঁকা রে না জানি রে, দুরন্ত পরবাসে।।
আমার হাড় কালা করলাম রে
আমার দেহ কালা করলাম রে
আরে আমার অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *