Amar Dui Noyone Bohe Dhara Goo Lyrics | আমার দুই নয়নে বহে ধারা গো

আমার দুই নয়নে বহে ধারা গো
আমি মুছব কত অঞ্চলে
প্রাণজ্বলে সে আর আসিবে গো

Amar Dui Noyone Bohe Dhara Goo Lyrics

Song details
Song -আমার দুই নয়নে বহে ধারা গো
Singers – Sahin Sorkar
পাগল ফকির ভানু

 

আমার দুই নয়নে বহে ধারা গো
আমি মুছব কত অঞ্চলে
প্রাণজ্বলে সে আর আসিবে গো
কলংকিনি না মরিলে

নিশিতে সাজাইলাম রে বন্ধু
ফুলের বাসর ঘর
দেখতে অতি মহোহর বন্ধু
আমার ফুলের মালা হইলো বাসী
মালা দিব কার গলে
প্রাণ জ্বলে

আসবে বলে প্রাণের বন্ধু (আমার)
রইলাম চেয়ে
আমার বন্ধু বিনোদিয়া বন্ধুরে
আমার বন্ধু বিনে সোনার যৌবন
মরিব সই অকালে
প্রাণ জ্বলে

আমি বন্ধুর তালাশে যাব
প্রতি ঘরে ঘরে
বন্ধু রইল কার বাসরে
বন্ধুরে
পাগল ফকির ভানু কেন্দে বলে
আর কি পাব তাহারে

 

Song details
Song -আমার দুই নয়নে বহে ধারা গো
Singers – Sahin Sorkar
পাগল ফকির ভানু

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *