Ek Fota Kanna | এক ফোঁটা কান্না লিরিক্স | Arman Alif

Song : Ek Fota Kanna (এক ফোঁটা কান্না)
Singer : Arman Alif
Lyric & Tune : Arman Alif
Music: Amzad Hossen
Cast: Snigdha & Arman Alif
DOP : Yasin Bin Ariyan
Color : Ashiquzzaman Apu
Ad : Saurav Niloy
Director : Soumitra Ghose Emon
Co-Ordinated by : Isha Khan Duray
Language : Bangla

তোর কারণে, তোর কারণে এমন অবস্থা

নিজের এই নিজের লাগে,

ভয় দুচোখে অন্ধকার দেখি

যখন চারিদিকে কই

এ শহরের কোন একটা হুডতলা রিক্সায়

তোর হাত নাকি অন্য হাতে রয়

তোর যাওয়ার কারণে

হাতে কত ব্লেড এর দাগ

সেসব দাগ শুকানোর আগেই

তোর অন্য হাতে হাত

বলনা কি করে, বলনা কি করলে

তোর মত মন পাথর হয়ে তোরে ভুলে যাবে

কত ফোঁটা রক্তের তুলনা,

এক ফোঁটা কান্না, ওরে একটু একটু করে

তোর সময় বোঝাবেই

তোর মায়া বোতলে থাকা,

অবশিষ্ট দুইটা পেগের মত

শেষ হবে জেনেও ভাবি,

যদি শেষ না হয়ে যেতো

এমন কোন উপায় বাদ রাখিনাই

ভুলতে আমি তোরে

তবু হেচকি এলেই মনে হয়

তুই ভাবছিস এই আমারে

ভেবেছিলাম শেষঅবদি যাবো তোর সনে

কি অদ্ভুদ আমার কথাই নাই আর মনে

বলনা কি করে, বলনা কি করলে

তোর মত মন পাথর হয়ে তোরে ভুলে যাবে

কত ফোঁটা রক্তের তুলনা,

এক ফোঁটা কান্না, ওরে একটু একটু করে

তোর সময় বোঝাবেই।

তোর জন্য এখনও আমি বাসে চরে যাই

তোর জন্য কিছু কিনবো ভেবে,

হাত খরচ বাচাই

তোরে আমার চেয়ে একটু বেশি,

যত্ন করবো তাই

আমি আমার নিজের প্রতি নিজের যত্নরে কমাই

তুই আর আমি একসাথে খুব সুখে বাঁচবো তাই

শত মরণ যন্ত্রনায় পরেও মরতে পারি নাই

বলনা কি করে, বলনা কি করলে

তোর মত মন পাথর হয়ে তোরে ভুলে যাবে

কত ফোঁটা রক্তের তুলনা,

এক ফোঁটা কান্না, ওরে একটু একটু করে

তোর সময় বোঝাবেই।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *