আমি যে ফুলদানিতে সাজিয়ে রাখা কাগজের ফুল
Ami Je Phuldanite Sajiye Rakha Kagojer Ful
অ্যালবাম: এখনো সারেঙ্গীটা বাজছে (১৯৮০)
কণ্ঠ: হৈমন্তী শুক্লা
[আমি যে ফুলদানিতে সাজিয়ে রাখা
কাগজের ফুল]-২
[তাই আমায় দেখে গান ধরেনা]-২
উদাসী বুলবুল
কাগজের ফুল।
[নেশার চোখে আমায় দেখে]-২
সোহাগেতে ভরায় লোকে,
শুধু ভ্রমর এসে যায় ফিরে যায়
বুঝে যে তার ভুল
কাগজের ফুল
তাই আমায় দেখে গান ধরেনা
উদাসী বুলবুল
কাগজের ফুল।
আমি যে ফুটেই থাকি ঝরতে জানিনা
তাই আমার তরে কারো চোখে
অশ্রু ঝরে না।
[ফুলশয্যার মধুর রাতে]-২
লজ্জা রাঙা সে শয্যাতে
নববঁধু আমায় দিয়ে
সাজায় না তার চুল
কাগজের ফুল
তাই আমায় দেখে গান ধরেনা
উদাসী বুলবুল
কাগজের ফুল
আমি যে ফুলদানিতে সাজিয়ে রাখা
কাগজের ফুল।