Old School – Aaj Raate Kono Rupkotha Nei | আজ রাতে কোনো রূপকথা নেই

Aaj Raate Kono Rupkotha Nei 
আজ রাতে কোনো রূপকথা নেই 
Singer : Mobaswer Chowdhuri
Band : Old School
Lyricist : Ahosanus Sakib
চাঁদ মামা আজ বড্ড একা

বড় হয়েছি আমি

রোজ রাতে আর হয়না কথা

হয়না নেওয়া হামি

চাঁদ মামা আজ বড্ড একা

বড় হয়েছি আমি

রোজ রাতে আর হয়না কথা

হয়না নেওয়া হামি


রোজ রাতে আর চাঁদের বুড়ি কাটেনা চরকা রোজ

ও বুড়ি তুই আছিস কেমন?

হয়না নেয়া খোঁজ

কোথায় গেল সেই রূপকথার রাত

হাজার গল্প শোনা

রাজার কুমার কোটালকুমার পক্ষীরাজ

সে ঘোড়া

কোথায় গেল সেই রূপকথার রাত

হাজার গল্প শোনা

রাজার কুমার কোটালকুমার পক্ষীরাজ

সে ঘোড়া


কেড়ে নিলো কে সে আজব সময়

আমার কাজলা দিদি

কে রে তুই কোন দৈত্য দানব

সব যে কেড়ে নিলি


কে রে তুই? কে রে তুই?

সব সহজ শৈশব কে বদলে দিলি

কিছু যান্ত্রিক বর্জ্যে

তুই কে রে তুই?

যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি

কোন এক ভুল স্রোতে

কে রে তুই? কে রে তুই?

সব সহজ শৈশব কে বদলে দিলি

কিছু যান্ত্রিক বর্জ্যে

তুই কে রে তুই?

যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি

কোন এক ভুল স্রোতে


আলাদিন আর জাদুর জিনে আমায় ডাকছে শোনো

ব্যস্ত আমি ভীষণ রকম সময় তো নেই কোন

আলাদিন আর জাদুর জিনে আমায় ডাকছে শোনো

ব্যস্ত আমি ভীষণ রকম সময় তো নেই কোন


আলিবাবার দরজা খোলা চল্লিশ চোর এলে

সিন্দাবাদটা একলা বসে আছে সাগর তীরে

সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি

তারা গুলো আজও মেঘের আড়াল কোথায় গিয়ে নামি

সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি

তারা গুলো আজও মেঘের আড়াল কোথায় গিয়ে নামি


কেড়ে নিলো কে সে আজব সময়

আমার কাজলা দিদি

কে রে তুই কোন দৈত্য দানব

সব যে কেড়ে নিলি


কে রে তুই? কে রে তুই?

সব সহজ শৈশব কে বদলে দিলি

কিছু যান্ত্রিক বর্জ্যে

তুই কে রে তুই?

যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি

কোন এক ভুল স্রোতে

কে রে তুই? কে রে তুই?

সব সহজ শৈশব কে বদলে দিলি

কিছু যান্ত্রিক বর্জ্যে

তুই কে রে তুই?

যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি

কোন এক ভুল স্রোতে





Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *