Duko Lyrics | দুকো লিরিক্স | খারাপ লাগে যে প্রতিবার | Kharap Lage Je Protibar | Rishi Panda

Music, Lyrics – Rishi Panda

Video – Subhasis Mukherjee 

Thank you – Dr. Supriya De

খারাপ লাগে যে প্রতিবার দেরি করালে 

অকারণে রেগে ঝগড়ার রেশ বাড়ালে  

কিজে তুমি ব্যাস্ত সারাক্ষণ থাকো সারাদি ন নিখোঁজ 

তবু না থাকলে পাশে একা মনে খুঁজে যাই রোজ 

দেখালে কি জাদু কঠিন এ পথ চলা 

দেখালে কি জাদু কঠিন এ পথ চলা 

আটকে পড়নি কোনো প্রশ্নের জবাবে

অভিমান জমা করা ছিল যে স্বভাবে

তোমার রঙিন দিন আমার সাদামাটা

এর চেয়ে তো ভালো হতো হাত ছেড়ে পথ হাটা

বাড়ে যে নেশা শুধু তুমি পাশে থাকলে

রাগ যায় মুছে তুমি ভালোবেসে ডাকলে

কারণে অকারণে চোখের জল ঝরালে 

ফিরে চলে যাও কেন আমি হাত বাড়ালে 

মন যে অসুস্থ সারাক্ষণ আর চোখে ঘুম নিখোঁজ 

তবু না থাকলে পাশে একা মনে খুঁজে যাই রোজ 

দেখালে কি জাদু কঠিন এ পথ চলা 

দেখালে কি জাদু কঠিন এ পথ চলা 

Check Also

Ami Surer Piyashi Lyrics

আমি সুরের পিয়াসী Lyrics | Ami Surer Piyashi Lyrics

আমি সুরের পিয়াসী Lyrics Ami Surer Piyashi Lyrics আমি সুরের পিয়াসীAmi Surer Piyashiকথা: রতন সাহাসুর: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *