তোমাকে আমার মনে চায় রে প্রাণের বন্ধু
Tomake Amar Mone Chay Re Praner Bondhu
কথা: মুজিব পরদেশী
সুর: হাসান মতিউর রহমান
কণ্ঠ: মুজিব পরদেশী
Tomake Amar Mone Chay Re Praner Bondhu Lyrics
[তোমাকে আমার মনে চায় রে প্রাণের বন্ধু
তোমাকে আমার মনে চায় (ও বন্ধুরে)]-২
তোমাকে আমার মনে চায়।
[পিরিতি করিয়া কেন গেলা ছাড়িয়া]-২
তোমার কি দয়া-মায়া নাই রে বন্ধু
তোমার কি দয়া-মায়া নাই?
পিরিতি করিয়া কেন গেলা ছাড়িয়া
তোমার কি দয়া-মায়া নাই রে বন্ধু
তোমার কি দয়া-মায়া নাই ও বন্ধুরে
তোমাকে আমার মনে চায় রে প্রাণের বন্ধু
তোমাকে আমার মনে চায় ও বন্ধুরে
তোমাকে আমার মনে চায়।
[শয়নে স্বপনে ধ্যান জাগরণে]-২
সবসময় তোমায় যেন পাই রে বন্ধু
সবসময় তোমায় যেন পাই
[শয়নে স্বপনে ধ্যান জাগরণে]-২
সবসময় তোমায় যেন পাই রে বন্ধু
সবসময় তোমায় যেন পাই ও বন্ধুরে
তোমাকে আমার মনে চায় রে প্রাণের বন্ধু
তোমাকে আমার মনে চায় ও বন্ধুরে
তোমাকে আমার মনে চায়।
পরদেশীর বেদনা পোড়া মনের বাসনা ও ও
ও বন্ধু বন্ধুরে বন্ধুরে আমার
পরদেশীর বেদনা পোড়া মনের বাসনা
তুমি ছাড়া আমার কেহ নাই রে বন্ধু
তুমি ছাড়া আমার কেহ নাই ও বন্ধুরে
তোমাকে আমার মনে চায় রে প্রাণের বন্ধু
তোমাকে আমার মনে চায় ও বন্ধুরে
তোমাকে আমার মনে চায়।