আমি কৃষ্ণ বলিয়া ত্যাজিব পরাণ
AmI Krishna Boliya Tejibo Poran
বিজয় বিচ্ছেদ
কথা ও সুর: বিজয় সরকার
Ami Krishna Boliya Tejibo Poran Lyrics
আমি কৃষ্ণ বলিয়া ত্যাজিব পরাণ
সইরে যমুনারই নীরে-২
[কালা কাল বলে গিয়াছে চলে
সেই কালের শেষ নাহিরে]-২
যমুনারই নীরে
[বাদল ঝরা পাগল আঁখি মানে না মানা
দিগাঞ্চলে মিশেছে সই দৃষ্টির সীমানা]-২
[করি যার লাগিয়া আনাগোনা]-২
সে এলো না ফিরে
যমুনারই নীরে
[মনের বনে ঘরের কোণে জ্বলে এক আগুন
কাল বৈশাখীর ঝরা পাতায় কাঁদিছে ফাল্গুন]-২
[সইরে মলয় পবন জ্বালায় দ্বিগুণ]-২
কালা বিরহীরে
যমুনারই নীরে
[শেষের দাবি রইলো সইরে ভুলিস না পাছে
শ্যাম বিরহে শ্যাম দুলালী প্রাণ ত্যাজিয়াছে]-২
[তোরা এই খবর দিস বন্ধুর কাছে]-২
আমার মাথার কিরে
যমুনারই নীরে
[কোন্ বিধাতা গড়ায়েছে এই ভালোবাসা
পাগল বিজয় বলে,এ যে শুধু আগুনের বাসা]-২
[সইরে যার ঘটে নাই এ দুর্দশা]-২
সে বুঝবে তার কী রে
যমুনারই নীরে
আমি কৃষ্ণ বলিয়া ত্যাজিব পরাণ
সইরে যমুনারই নীরে
কালা কাল বলে গিয়াছে চলে
সেই কালের শেষ নাহিরে
যমুনারই নীরে
আমি কৃষ্ণ বলিয়া ত্যাজিব পরাণ
সইরে যমুনারই নীরে।