জীবনে যখন নেমে আসে অন্ধকার, তখন মনের ভিতর দানা বাঁধে ভয়। সেই একাকীত্ব ফুটে উঠেছে Srijit Mukherji-র ২২শে শ্রাবণ থেকে Ekbar Bol (একবার বল) গানে। This song from Baishe Srabon, starring Prosenjit Chatterjee, Abir, Parambrata, Raima Sen, Goutam Ghosh, is a melancholy number composed and sung by Anupam Roy.
Movie : Baishe Srabon
Producer : Shree Venkatesh Films
Presenter : Shrikant Mohta & Mahendra Soni
Writer & Director : Srijit Mukherji
Singer, Composer & Lyricist : Anupam Roy
শিরোনামঃ একবার বল
Ekbar Bol Lyrics
কন্ঠঃ অনুপম রায়
কথাঃ অনুপম রায়
সঙ্গীতঃ অনুপম রায়
মুভিঃ বাইশে শ্রাবণ
যেখানে শুরুর কথা বলার আগেই শেষ
সেখানেই মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারি অভ্যেস।
যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘাস
সেখানেই ছুটবো ভাবি কিনব গল্প ভুল হবে বলার।
এই বুঝি ফসকাল হাত আর কালো রাত
করে সময় গেল আয়োজনে।
প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো
অনেক ঝড়ের শব্দ শোনে
একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
একবার বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই
যেভাবে দৃশ্য অনেক গিলছে আমায় রোজ
সেভাবেই আড়াল পেলে ভাঙছি আমি হচ্ছি যে নিখোঁজ।
যেখানে ডাক পাঠালে মৃত দেহের ভিড়
সেখানেই তুলছি ছবি , টলছি নেশায় আসছি আবার ফিরে।
এই বুঝি ফসকাল হাত আর কালো রাত
করে সময় গেল আয়োজনে।
প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো
অনেক ঝড়ের শব্দ শোনে।
আজ শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
আজ শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
আজ শেষমেশ নেই তোর কেউ নেই, তোর কেউ নেই
একবার বল একবার বল একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
আজ শেষমেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই
একবার বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই
এ…হে তোর কেউ নেই, ও…হো তোর কেউ নেই আ…হা…