মনের ভিতরে মন ডুব দিয়া থাকে | Moner Bhitore Mon Dub Diya Thake | গম গম লার | Gom Gom Lar

শিরোনামঃ গম গম লার
Gom Gom Lar
মনের ভিতরে মন ডুব দিয়া থাকে
Moner Bhitore Mon Dub Diya Thake
শিল্পীঃ পিন্টু ঘোষ ও সুকন্যা মজুমদার
অ্যালবামঃ হালদা
সুরকারঃ পিন্টু ঘোষ
গীতিকারঃ পিন্টু ঘোষ
মনের ভিতরে মন ডুব দিয়া থাকে
বারে বারে যায় সাম্পান কাছে নাই ডাকে,
আমারো ভিতরে প্রেম দোটানায় থাকে
জলের কালিতে মন কতো কিছু আকে,
সাম্পান আসমান এক ঘরে থাকে
এ কোন রঙে তুমি ভেজালে আমাকে।
ছোনা গম গম লার, খত গম গম লার।।
মন পবনের নাউ তার কথা উজান বাও
আমি ডাকি কাছে কেনো বা দূরে যাও,
দূর তো দূরে নয় দেখিলে দেখা হয়
ধরা কি যায় প্রেম সে তো হৃদয়ে রয়,
এই পাড় ঐ পাড় খোজ কেন তার
খোজিলে তাহার খোজ পায় কি আর,
ছোনা গম গম লার খত গম গম লার।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *