যতনে হৃদয় রেখো আদরিনী শ্যামা মাকে | Jotone Hridoy Rekho Adorini Shyama Maake | KeyLyrics

যতনে হৃদয় রেখো আদরিনী শ্যামা মাকে
Jotone Hridoy Rekho Adorini Shyama-Maake
কাংলেড়া-ঝাঁপতাল
কমলাকান্ত চক্রবর্ত্তীর গান
(কন্ঠ-ধনঞ্জয় ভট্টাচার্য্য)

যতনে হৃদয় রেখো আদরিনী শ্যামা মাকে

যতনে হৃদয় রেখো
আদরিনী শ্যামা মাকে(২)
(মন)তুই দেখ্ আর আমি দেখি(২)
আর যেন কেউ
নাহি দেখে
যতনে হৃদয়ে রেখো
আদরিনী শ্যামা মাকে

কামাদিরে দিয়ে ফাঁকি,
আয় মন বিরলে দেখি(২)
রসনারে সঙ্গে রাখি,
সে যেন মা ব’লে ডাকে(২)
যতনে হৃদয়ে রেখো
আদরিনী শ্যামা মাকে

কুরুচি-কুমন্ত্রী যত
নিকট হতে দিও নাকো
জ্ঞান নয়নকে প্রহরী রেখো,
সে যেন সাবধানে থাকে
কমলাকান্তের মন,
ভাই আমার এই নিবেদন(২)
দরিদ্রে পাইলে রতন(২)
সে কি অযতনে রাখে
যতনে হৃদয়ে রেখো
আদরিনী শ্যামা মাকে
(মন)তুই দেখ্ আর আমি দেখি(২)
আর যেন কেউ নাহি দেখে
যতনে হৃদয়ে রেখো
আদরিনী শ্যামা মা-কে

যতনে হৃদয় রেখো আদরিনী শ্যামা-মাকে Jotone Hridoy Rekho Adorini Shyama-Maake KeyLyrics

 

 

Check Also

Ebar Jeno Onno Rokom Pujo Lyrics | এবার যেন অন্যরকম পুজো Lyrics | Yoddha

Ebar Jeno Onno Rokom Pujo Lyrics এবার যেন অন্যরকম পুজো Lyrics Yoddha Film : YoddhaStarring …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *