ফুলের মতো মন করে নাও
Fuler moto mon kore nau
ভবা পাগলার গান
কথা-ভবা পাগলা
শিল্পী-হৈমন্তি শুক্লা
Fuler moto mon kore nau
ভবা পাগলার গান
কথা-ভবা পাগলা
শিল্পী-হৈমন্তি শুক্লা
Singer : Purnima Bandhopadhyay
ফুলের মতো মন করে নাও
ফুলের মত মন করে নাও,
পূজা করতে শ্যামা মাকে।।
ঐ পূজা যে হবে ভালো।।
বারে বারে কই তোমাকে
ফুলের মত মন করে নাও
পূজা করতে শ্যামা মাকে।
রক্ত চন্দন শ্বেত চন্দন,
এ সংসারের যত বন্ধন।।
নয়নের ঐ আকুল ক্রন্দন।।
ভাসিয়ে দাও ঐ ব্যাকুল বুকে
ফুলের মত মন করে নাও
পূজা করতে শ্যামা মাকে।
আঘাত পাওয়া যত কথা,
এ কী হবে মালা গাথা।।
অর্ঘ্য দিতে মর্ম ব্যথা।।
ছড়িয়ে আছে দশদিকে
অবসানে হলে বেলা,
সাঙ্গ হবে যত খেলা।।
ভাবছে শুধু ভবা পাগলা।।
কোন পলকে শমন দেখে
ফুলের মত মন করে নাও
পূজা করতে শ্যামা মাকে।
ঐ পূজা যে হবে ভালো।।
বারে বারে কই তোমাকে
ফুলের মত মন করে নাও।।।
পূজা করতে শ্যামা মাকে।