যার মা আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে | Jar Maa Anodomoyi Se Ki Niranonde Tahke

যার মা আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে

Jar Maa Anodomoyi Se Ki Niranonde Tahke

গীতিকার-ভবা পাগলা
শিল্পী-অজয় চক্রবর্তী

যার মা আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে

যার মা আনন্দময়ী,
সে কি নিরানন্দে থাকে।।
যার মা আনন্দময়ী
এসব প্রাণের কথা।।
প্রাণেই রাখি
এসব প্রাণের কথা
প্রাণেই রাখি।
এ কথা আর বলবো কাকে
যার মা যার মা আনন্দময়ী।

মনের সুখে ভেসে বেড়াই মা।।
আমার যা জুটে তাই খাই
মনের সুখে ভেসে বেড়াই
যা জুটে আমার তাই খাই
মা যে আমার অন্নপূর্ণা।।
মা মা যে আমার অন্নপূর্ণা
কি অন্ন জুটিয়ে রাখে ?
যার মা আনন্দময়ী,
সে কি নিরানন্দে থাকে ?
যার মা আনন্দময়ী।

ভয়ের লেশ নাই শরীরে
ভয়ের লেশ নাই
ভয়ের লেশ নাই
শরীরে শরীরে এ এ এ
ভয়ের লেশ নাই শরীরে
মা যে ভবার সর্ব ঘরে
ভয়ের লেশ নাই শরীরে
মা যে ভবার সর্ব ঘরে মা
দূর করে দেয় সকল বিপদ
দূর করে দেয় সকল বিপদ
মুখ ভরা এই মা ডাকে
মুখ ভরা মুখ ভরা
এই মা মা মা মা ডাকে।
যার মা আনন্দময়ী
সে কি নিরানন্দে থাকে ?
এসব প্রাণের কথা।।
প্রাণেই রাখি
এ কথা আর বলবো কাকে
যার মা আনন্দময়ী।

Check Also

জয় জয় মা মনসা জয় বিষহরি Lyrics | Joy Joy Maa Monosa Joy Bishohori Lyrics

জয় জয় মা মনসা জয় বিষহরি Lyrics Joy Joy Maa Monosa Joy Bishohori Lyrics ✽ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *