বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভুবন | Bajlo Toamar Alor Benu, Matlo Re Bhubon | Key Lyrics

বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভুবন
Bajlo Toamar Alor Benu, Matlo Re Bhubon 
কথা – বাণীকুমার
সুর – পঙ্কজকুমার মল্লিক
শিল্পী – সুপ্রীতি ঘোষ
মহিষাসুরমর্দিনী গীতি-আলেখ্য থেকে

বাজলো তোমার আলোর বেণু, মাতলো রে ভুবন—
আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিনু মন ।।

অন্তরে যা লুকিয়ে রাজে
অরুণবীণায় সে সুর বাজে
এই আনন্দযজ্ঞে সবার মধুর আমন্ত্রণ ।।

আজ সমীরণ আলোর প্লাবন নবীন সুরের লীলায়,
আজ শরতের আকাশবীণা গানের মালা বিলায় ।

তোমার হারা জীবন মম
তোমারই আলোয় নিরুপম—
ভোরের পাখি ওঠে গাহি তোমারই বন্দন।।

বাজলো তোমার আলোর বেণু,

মাতলো যে ভুবন।

আজ প্রভাতে সে সুর শুনে

খুলে দিনু মন।

অন্তরে যা লুকিয়ে রাজে,

অরুণ বীণায় সে সুর বাজে;

এই আনন্দ যজ্ঞে সবার

মধুর আমন্ত্রণ।

আজ সমীরণ আলোয় পাগল

নবীন সুরের বীণায়,

আজ শরতের আকাশবীণায়

গানের মালা বিলায়।

তোমায় হারা জীবন মম,

তোমারি আলোয় নিরুপম।

ভোরের পাখি উঠে গাহি

তোমারি বন্দন।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *