একদিন তো চলে যাবো | Ekdin To Chole Jabo | আজম খান

শিরোনামঃ একদিন তো চলে যাবো
শিল্পীঃ আজম খান
Ajam Khan
অ্যালবামঃ আড্ডা
একদিন তো চলে যাবো দুঃখ পেয়ো না
হাসি মুখে থেকো যেন খেদো না,
স্মৃতিগুলো খুজে নিতে ভুল করো না
অন্তরে গেথে রেখো ছিড়ে ফেলো না,
একদিন তো চলে যাবো দুঃখ পেয়ো না
হাসি মুখে থেকো যেন কেদো না।।
হেসে খেলে ক্ষণ বয়ে গেছে কত না
নীরবে কেদেছি কত কেউতো জানে না,
কষ্ট জ্বালা সবই আছে বলা যাবে না
এই নিয়ে যাবো চলে মন ভেঙ্গো না,
একদিন তো চলে যাবো দুঃখ পেয়ো না
হাসি মুখে থেকো যেন কেদো না।।
স্বপ্ন কত এলো গেলো পূরণ হল না
মাটি চাপা রেখেছি সুপ্ত বাসনা,
পরবাসী মনটা শুধু করে ঝামেলা
কখন হারিয়ে যাবো তাও জানি না,
একদিন তো চলে যাবো দুঃখ পেয়ো না
হাসি মুখে থেকো যেন কেদো না।
স্মৃতিগুলো খুজে নিতে ভুল করো না
অন্তরে গেথে রেখো ছিড়ে ফেলো না,
একদিন তো চলে যাবো দুঃখ পেয়ো না
হাসি মুখে থেকো যেন কেদো না।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *