যদি একদিকে হয় পৃথিবী | Jodi Ek Dike Hoy Prithibi | Key Lyrics

যদি একদিকে হয় পৃথিবী

Jodi Ek Dike Hoy Prithibi

অ্যালবাম: একদিকে পৃথিবী অন্যদিকে মা

গীতিকার: দেবপ্রসাদ চক্রবর্তী

সুরকার: শান্তিদেব ভট্টাচাৰ্য

শিল্পী: পরীক্ষিত বালা

যদি একদিকে হয় পৃথিবী, আর অন্যদিকে মা

আমার মাকেই শুধু চাইবো কাছে, অন্য কিছু না

[আমার মাগো মা,

তুমি ছাড়া এ পৃথিবী ভালো লাগে না]-২

যদি একদিকে হয় পৃথিবী, আর অন্যদিকে মা

মাকেই শুধু চাইবো কাছে, অন্যকিছু না

[আমার মাগো মা,

তুমি ছাড়া এ পৃথিবী ভালো লাগে না]-২

[জীবন যখন যৌবনে যায়,

পুত্র-কন্যা বঁধুকে পায়]-২

[(যখন) মায়ের গর্ভে ছিলাম আমি]-২

মা ছাড়া কেউ ছিলো না

মাগো মা,

তুমি ছাড়া এ পৃথিবী ভালো লাগে না

আমার মাগো মা,

তুমি ছাড়া এ পৃথিবী ভালো লাগে না।

কুপথে বিপথে মন যেতে যদি চায়,

মা কেন পিছু ডাকে

আয় ফিরে আয় বাছা, আয় ফিরে আয়

কুপথে বিপথে মন যেতে যদি চায়,

মা যেন পিছু ডাকে

আয় ফিরে আয় খোকা, আয় ফিরে আয়।

[মায়ের সাথে নাড়ীর বাঁধন,

ছেড়ে না তো সারাজীবন]-২

[(সেই) ছেলের ব্যথায় মায়ের মতন]-২

কেউ তো এমন কাঁদে না

মাগো মা,

তুমি ছাড়া এ পৃথিবী ভালো লাগে না

আমার মাগো মা,

তুমি ছাড়া এ পৃথিবী ভালো লাগে না।

যদি একদিকে হয় পৃথিবী, আর অন্যদিকে মা

মাকেই শুধু চাইবো কাছে, অন্য কিছু না

[আমার মাগো মা,

তুমি ছাড়া এ পৃথিবী ভালো লাগে না]-৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *