গোলেমালে গোলেমালে পিরিত করো না – Golemale Golemale Pirit Koro Na

গোলেমালে গোলেমালে পিরিত করো না
Golemale Golemale Pirit Koro Na
কণ্ঠ: পূর্ণদাস বাউল
[গোলেমালে গোলেমালে পিরিত করো না]-২
[ওরে পিরিতি কাঁঠালের আঠা]-২
[ও আঠা লাগলে পরে ছাড়বে না]-২
[গোলেমালে গোলেমালে পিরিত করো না]-২
পিরিতির রীতি জানো না?
ওরে করলে পিরিত হয় বিপরীত
[পরে ঘটবে যন্ত্রণা]-২
যেমন চিটেগুড়ে পিঁপড়ে পড়লে
ওই চিটেগুড়ে পিঁপড়ে পড়লে
[ও পিঁপড়ে নড়তে চড়তে পারেনা]-২
[গোলেমালে গোলেমালে পিরিত করো না]-২
[একজন ব্রাহ্মণের ছেলে
ও সে তো এমনি খিটকেলে
পিরিত করে ধোপার মেয়ের
পা ধুয়ে খেলে]-২
[পিরিতির জাতির বিচার করতে গেলে]-২
ভোলা মন
পিরিতের জাতির বিচার করতে গেলে
মিলবে না চাঁদেরকণা
[গোলেমালে গোলেমালে পিরিত করো না]-২
এক পিরিতে শিব শ্মশানবাসী
আর এক পিরিতে গোরা হলো
নদের নিমাই সন্ন্যাসী
সে যে গীত গোবিন্দ পদ্মাবতী
ওরে গীত গোবিন্দ পদ্মাবতী
এরাই কেবল কয়জনা
গোলেমালে গোলেমালে পিরিত করো না।
পিরিতি জগ ডুমুরের ফুল
কিন্তু আলেকলতার মূল
সন্ধান না জানতে পারলে
জীবের পক্ষে ভুল ও ভাই
জীবের পক্ষে ভুল
পিরিতির ওরে চিটেগুড়ে পিঁপড়ে পড়লে
যেমন চিটেগুড়ে পিঁপড়ে পড়লে
[পিঁপড়ে নড়তে চড়তে পারে না]-২
[গোলেমালে গোলেমালে পিরিত করো না]-২

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *