ওগো সাথী আমার চলে যেওনা তুমি চলে যেওনা | Ogo Sathi amar tumi cole jeo na | Song Lyrics

ওগো সাথী আমার চলে যেওনা তুমি চলে যেওনা
Ogo Sathi amar tumi cole jeo na
ছায়াছবি: তোমার আমার প্রেম
শিল্পী: কুমার শানু ও অনুরাধা পড়োয়াল
ওগো সাথী আমার
চলে যেওনা তুমি চলে যেওনা,
জীবনে যেন কখনো
দূরে যেয়ে স্মৃতিটুকু ভুলে যেওনা।
ওগো সাথী আমার
চলে যেওনা তুমি চলে যেওনা
জীবনে যেন কখনো
দূরে যেয়ে স্মৃতিটুকু ভুলে যেওনা।
ওগো সাথী আমার
চলে যেওনা তুমি চলে যেওনা।

পূর্ণ চাঁদে গ্রহণ যেন লেগেছে,
আলো ছাড়া পৃথিবীতে
আঁধার নেমেছে
আ আ আ
এমন করে বেঁচে থাকা যায়না
তুমি ছাড়া জীবন প্রদীপ
আর জ্বলেনা
যে ছবি এঁকেছি বুকে এ এ
হৃদয়ের সেই ছবি মুছে দিওনা
ওগো সাথী আমার
চলে যেওনা তুমি চলে যেওনা
আ আ আ আ আ

আমার কথা জানি মনে পড়বে
নীরব রাতের কান্না আমার
নদী গড়বে
আ আ আ আ
ঝড়ো হাওয়ায় মনটা শুধু দুলবে
ফেলে আসা জীবনেরি কথা বলবে
যেইটুকো আমি পেয়েছি
জীবনের সেই পাওয়া কেড়ে নিওনা
ওগো সাথী আমার
চলে যেওনা তুমি চলে যেওনা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *