মন নিলা দেহ নিলা
Mon Nila Deho Nila
Folk Song
Lyric & Tune : পাগল হাসান
মন নিলা, দেহ নিলা,
মন নিলা, দেহ নিলা
প্রাণটা তুমি নিও বন্ধু,
ভুলিয়া না যাইও।
আধেক জনমে নইলে পরজনমে হইও,
ও তুমি ভুলিয়া না যাইও
আধেক জনমে নইলে পরজনমে হইও।
মরণেও চাই তোমারে, পরপারে গিয়া
নইলে আমার পাগল মনরে
বোঝাইমু কি দিয়া বন্ধু, স্মরণে রাখিও
অন্তিম কালে তুমি আমার শিয়রে থাকিও।
বন্ধু ভুলিয়া না যাইও,
আধেক জনমে নইলে পর জনমে হইও।
এই দুনিয়ার মাটি একদিন
ছেড়ে যেতে হবে,
বিলীন হইবে মাটির দেহ বিশ্বয় ভবে বৃন্দে
আঙিনায় কাঁদিও,
ওপার হইতে দেখবো তোমায় তুমি বড় প্রিয়
বন্ধু ভুলিয়া না যাইয়ো,
আধেক জনমে নইলে পরজনমে হইও।
চিরতরে ভুলেই গেলে
এই কি তোমার নীতি,
মনে কি পড়েনা পাগল
হাসানের পিরিতি বন্ধু, মিনতি রাখিও
ভুল কইরাও পড়লে মনে চাঁদের পেইন চাইও।
বন্ধু ভুলিয়া না যাইও,
আধেক জনমে নইলে পর জনমে হইও।
ও তুমি ভুলিয়া না যাইয়ো,
আধেক জনমে নইলে পর জনমে হইও।