অধম গুনাগারে তোমায় ডাকি’ দীনবন্ধুরে
Odhom Gunagare Tomay Daki DinoBondhure
কথা ও সুর : Kari Amir Uddin Ahmed
অধম গুনাগারে তোমায় ডাকি’ দীন বন্ধুরে।
অধম গুনাগারে তোমায় ডাকি।।
দীন বন্ধুরে…
না জানিয়া ভুল করেছি, দৈ জানিয়া চুন খেয়েছি
দুঃখ পাইয়া কান্দে মন পাখী।
জানিনা কি তল হয়ে যাই,দিতেছি তর নামের দুহাই
পাহাড় ভাঙ্গা প্রচণ্ড ঢেউ দেখি – দীন বন্ধুরে।
অধম গুনাগারে তোমায় ডাকি।।
দীন বন্ধুরে…
সাগরের তরঙ্গ ভারী, থরথরিয়ে কাঁপে তরী
কেঁদে মরি বালুচরে ঠেকি।
মিছে ভবে আশা যাওয়া, দায় হইয়াছে পাড়ি দেওয়া
তুই রহিম খেওয়ানির আশায় থাকি – দীন বন্ধুরে।
অধম গুনাগারে তোমায় ডাকি।।
দীন বন্ধুরে…
ঠেকিয়াছি ভবের ঘাটে, জানিনা কি যে ললাটে
তোমারি কলমে দিছো লেখি।
আমীর উদ্দিন বলে বন্ধু, জানি তোমায় কৃপাসিন্ধু
দয়াময় বলিয়া ঝুরে আঁখি – দীন বন্ধুরে।
অধম গুনাগারে তোমায় ডাকি।।