আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও | Ami Chandke Boli Tumi Sundor Nou | Key Lyrics

আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
Ami Chandke Boli Tumi Sundor Nou
গীতিকার: কবির আল মামুন
সুরকার: মাহফুজ মামুন
কণ্ঠ: সাহাবুদ্দীন শিহাব
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত,
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত।।
মা যে আমার সবার সেরা।।
অনন্তকাল অবিরত।
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত,
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত।
হীরা নাকি শুনি সবচেয়ে দামী
সারাক্ষণ করে ঝলমল,
তাহার চেয়ে অধিক দামী
আমার মায়ের আঁচল।।
মাকে ছেড়ে চাইনা আমি।।
হীরা মানিক কত শত।
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত,
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত।
মা যে হলো প্রেম মমতায়
বিধাতার সেরা উপমা,
হয়না কভু মায়ের সাথে
অন্য কারো তুলনা।।
মার পরশে যায় যে মুছে।।
সকল বেদনা যত।
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত,
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত।
মা যে আমার সবার সেরা।।
অনন্তকাল অবিরত।
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মত,
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মত।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *