দেরে ডুব বন্ধুর প্রেম সাগরে | Dere Dub Bondhur Prem Sagore | Key Lyrics

দেরে ডুব বন্ধুর প্রেম সাগরে
Dere Dub Bondhur Prem Sagore





দেরে ডুব বন্ধুর প্রেম সাগরে
প্রেমের আগুন লাইগাছে যার অন্তরে
প্রেমের বাতাস লাইগাছে যার অন্তরে।।

প্রেম খেলা সবাই জানে না
সকলের মন ঠিক থাকে না
যেই নদীতে বাঁধ থাকে না
সেই নদী উজান চলে
সেই নদী উজান চলে।।

অনুরাগী হইলো যারা
মনের মানুষ পাইলো তারা
মদন বেটার কর্ম সারা
বাইন্দা রাখছে জিঞ্জীরে
বাইন্দা রাখছে জিঞ্জীরে।।

সব ছাড়িয়া প্রানের বন্ধু
ভালোবাসি তোমারে
এখন কেন প্রানের বন্ধু
কাঁধাও শুধু আমারে
কাঁধাও শুধু আমারে।।

সত্যিকারের প্রেমিক যারা
টাকা পয়সা চায় না তারা
এই দুনিয়ার বাস্তু হারা
গাছ তলাতে বাস করে
গাছ তলাতে বাস করে।।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *