এ নব যৌবনে, বন্ধুয়া বিহনে কেমনে’ থাকি একা | E Nobo Joubone, Bondhuya Bihone Kemone Thaki Eka

এ নব যৌবনে, বন্ধুয়া বিহনে কেমনে’ থাকি একা
E Nobo Joubone, Bondhuya Bihone Kemone Thaki Eka
সুর ও কথাঃ কারী আমীর উদ্দীন
থাকিতাম আশে, কোথায় কোন দেশে
হৃদয়ের ধন বন্ধু’ প্রাণ সখা।।
এ নব যৌবনে, বন্ধুয়া বিহনে কেমনে’ থাকি একা
শুন এগো সখী, কিভাবে থাকি
যৌবন লইয়া হইল, বিষম ঠেকা।
উদাসী নয়নে, চাহি পন্ত পানে
বসন্তের আগমনে, করেনি দেখা।।
এ নব যৌবনে, বন্ধুয়া বিহনে কেমনে’ থাকি একা
আমি যে অবলার, যৌবনের জোয়ার
বান্দিয়া বল সখী, যায়নি রাখা।
আম, জাম,নারিকেল,
আতা, লেবু, কোলা, বেল।
বুকেতে রহিল ছেল, ডালিমও পাকা।।
এ নব যৌবনে, বন্ধুয়া বিহনে কেমনে’ থাকি একা
ভুবন ও মুহন, রুপেরি কিরণ
শ্যাম রুপ হৃদয়ে আঁকা।
নিশ্চয় সে আসিবে, আমায় ভালবাশিবে।।
আমীর উদ্দিনের বন্ধু, দিবেনা ধোঁকা।।
এ নব যৌবনে, বন্ধুয়া বিহনে কেমনে’ থাকি একা

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *