আশা দে শ্যামা মা
Asha De Shyama Maa
শিল্পী-অনুরাধা পড়োওয়াল
আশা দে শ্যামা মা
মজালে যে একেবারে
কালের বশে কাল গেল
তবু রাখিলে সংসারে।।
মা
মোহ পাশে বদ্ধ করে,
যন্ত্রণা দিতেছ মোরে।।
যাতে যায় মা তাতে দুঃখ।।
এ কথা বলিব কারে ?
কালের বশে কাল গেল
তবু রাখিলে সংসারে।
আশা দে শ্যামা মা
মজালে যে একেবারে
কালের বশে কাল গেল
তবু রাখিলে সংসারে।
মা
তুমি দুঃখহারিণী,
বিপদ বাধা তারিণী।।
সন্তানেরে রাখো জানি।।
ওই কোলেতে আদরে ।
কালের বশে কাল গেল
তবু রাখিলে সংসারে।
আশা দে শ্যামা মা,
মজালে যে একেবারে,
কালের বশে কাল গেল,
তবু রাখিলে সংসারে।।
মা