আঁধার যামী একা আমি
Adhar Jami Eka Ami
শিল্পী-অনুপ জলোটা
আঁধার যামী একা আমি,
খুঁজি গো তোমায়,
হাত ধরে পার করে,
নিও গো আমায়।।
দয়াল হাত ধরে পার করে
নিও গো আমায়।
রাধারমণ মদনমোহন,
ওগো গিরিধারী,
অহরহ বংশীধ্বনি,
শুনি গো তোমারি।।
অভাজনে তুমি বিনে।।
ত্বরাবে কে হায়
হাত ধরে পার করে
নিও গো আমায়।
আঁধার যামী একা আমি
খুঁজি গো তোমায়;
হাত ধরে পার করে
নিও গো আমায়।
দয়াল হাত ধরে পার করে
নিও গো আমায়।
পিতা-মাতা ভগ্নি-ভ্রাতা,
দুটি দিনের দেখা,
শেষের দিনে স্বজন বিনে,
যেতে হবে একা।।
ও চরণে ভক্তজনে।।
ঠাঁই জানি পায়।
হাত ধরে পার করে
নিও গো আমায়।
আঁধার যামী একা আমি
খুঁজি গো তোমায়;
হাত ধরে পার করে
নিও গো আমায়।
দয়াল হাত ধরে পার করে
নিও গো আমায়।