আতর গোলাপ শুয়া চন্দন
Atar Golap Shuya Chandan
অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না
Abhagir Basore Bondhu Keno Ayla Na
বাউল কফিল উদ্দিন সরকার
আতর গোলাপ শুয়া চন্দন সাজাইলাম ফুল-বিছানা
অভাগীর বাসরে বন্ধু কেন আইলা না।
মন-প্রাণ যৌবন
তোমায় করিলাম অর্পন
কুলেতে বসাইয়া তোমায় করিয়া যতন ।
সপে দিবো জীবন যৌবন
ও-রে মোর কেলের সোনা ।।
তুমি আইসো নিশি রাত
আমার মাথায় রাখো হাত
বুকের সাথে বুক মিলাইয়া করবো মুলাকাত
প্রাণে আর দিয়ো না আঘাত
ও-রে মোর কেলের সোনা ।।
আমি গাইবো প্রেমের গান
আছেন যত আশেকান
চতুর-দিকে বসে শোনেন বৃদ্ধ ও নওজোয়ান
জুড়াইবে সকলের প্রাণ
যার প্রেমের যে দেওয়ানা ।।
কফিল মিয়ায় কয়
যদি তোমার মনে লয়
একবার এসে দেখা দিয়ো আমার সমুদয়
প্রেম- জ্বালা মোর বুকেতে রয়
জল ঢালিলে নিবে না ।।