ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যাথা দাও
Vul bujhe chole jau joto khusi betha dau
প্রখ্যাত মরমী সাধক আব্দুর রাজ্জাক দেওয়ানের লেখা ও সুর করা
ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যাথা দাও
তোমার লেখা গান আমি গাইব
বন্ধুরে…
তোমার লেখা গান আমি গাইব
ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যাথা দাও(২)
সব ব্যাথা নিরবে সইব বন্ধুরে…
তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে
তোমার লেখা গান আমি গাইব…
ফুল বাগানে ফুলের কলি, আমি বনমালি
তুমি যে বলেছিলে আমি গানের কলি(২)
কেন যে এমন হল সব কিছু এলোমেলো(২)
সব ব্যাথা নিরবে সইব বন্ধুরে…
তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে
তোমার লেখা গান আমি গাইব
যে গানের বিনিময়ে ভালবাসাবাসি
সেই গানের ছন্দ নিয়ে মুক্তাঝরা হাসি(২)
কেন যে এমন হলো সব কিছু এলোমেলো(২)
সব ব্যাথা নিরবে সইব বন্ধুরে…
তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে
তোমার লেখা গান আমি গাইব
ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যাথা দাও(২)
সব ব্যাথা নিরবে সইব বন্ধুরে…
তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে
তোমার লেখা গান আমি গাইব