কত ভালো লাগে তোমারে | Koto Bhalo Lage Tomare | Key Lyrics

কত ভালো লাগে তোমারে
Koto Bhalo Lage Tomare
গীতিকারঃ বিজয় সরকার

কত ভালো লাগে তোমারে

কত ভালো লাগে তোমারে,
কিশোর বন্ধু কিশোর বন্ধু, বাঁশুরিয়া রে ।
তোমার বাঁশি শুনে বনে আসি,
সকল পাশরিয়ারে ।
শেষ বিকালে এমনি করে,এই পথ ধরে যাও,
আড় বাঁশি বাজায়ে তুমি আড় নয়নে চাও ।
তোমার আসার সাড়া পেয়ে, আশা পথ থাকি চেয়ে,
কবে আসবে এই পথ বেয়ে,
বাঁশরী বাজাইয়া রে ।
কিশোর বন্ধু কিশোর বন্ধু, বাঁশুরিয়া রে ।
কি যেন কি বলে তোমার বাঁশের বাঁশির গানে,
কত সুন্দর লাগে বন্ধু বুঝি না তার মানে ।
না বোঝা সেই গানের ভাষায়, কেন আমায় কাঁদায় হাসায়,
একবার ডুবায় একবার ভাসায়, মরমে মারিয়া রে ।
কিশোর বন্ধু কিশোর বন্ধু, বাঁশুরিয়া রে ।
জীবনে দেখি নাই বন্ধু, তবু যেন চিনি,
অজানা কি এত আপন, সকল আপন যিনি।
আমি কবে আপন হব, গোপন ব্যাথা ভেঙ্গে কবো,
কবে আমি তোমায় দিব, সহজিয়া যা রে,
কিশোর বন্ধু, কিশোর বন্ধু, বাঁশোরিয়া রে।
চকিত চরণে মানুষ, এসে বাড়ির ধারে,
আঘাতে এক ফিরে যায় সে, মনের গোপন দ্বারে ।
বিজয় বলে এমনি করে, কতবার সে গেলো সরে
ঘুরে মরি জনমভরে আপন হারাইয়া রে ।
কিশোর বন্ধু, কিশোর বন্ধু, বাঁশোরিয়া রে।

 

Koto Bhalo Lage Tomare

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *