আখ খেতে ছাগল বন্দী, জলে বন্দী মাছ | Akh Khete Chago Bondi, Jole Bondi Mas | Key Lyrics

আখ খেতে ছাগল বন্দী, জলে বন্দী মাছ
Akh Khete Chago Bondi, Jole Bondi Mas
 
 

আখ খেতে ছাগল বন্দী, জলে বন্দী মাছ

আখ খেতে ছাগল বন্দী, জলে বন্দী মাছ
হায়রে নারির কাছে পুরুষ বন্দী ঘুরায় বারো মাস
সখী গো… ও আমার মন ভালা না।
কালার সাথে পিরিত কইরা সুখ পাইলাম না
সখী গো… ও আমার মন ভালা না। (২)
এক জাতের নারী আছে শুধুই পান খায়। (২)
এই বাড়ির কথা লইয়া ঐ বাড়ি লাগায়।
সখী গো… ও আমার মন ভালা না। (২)
কালার সাথে পিরিত কইরা সুখ পাইলাম না
সখী গো… ও আমার মন ভালা না। (২)
যেই নারী গোসল দিয়া চুলে দিলো ঝাড়া।
হায়রে যেই নারী গোসল দিয়া চুল দিলো ঝাড়া।
এক জামাই থাকতে তাহার হাজার জামাই খাড়া।
সখী গো… ও আমার মন ভালা না। (২)
এক জাতের নারী আছে লম্বা কালো চুল।
হায়রে এক জাতের নারী আছে লম্বা কালো চুল।
সেই নারী ঘরে ফুটায় বছর বছর ফুল।
সখী গো… ও আমার মন ভালা না। (২)
হায়রে পিরিত রতন পিরিত যতন পিরিত বড়ই ল্যাড়া। (৪)
হায়রে পিরিত কইরা মইরা গেছে ময়মনসিংহের বেডা।
সখী গো… ও আমার মন ভালা না। (২)
কালার সাথে পিরিত কইরা সুখ পাইলাম না
সখী গো… ও আমার মন ভালা না। (২)

 

Akh Khete Chago Bondi, Jole Bondi Mas

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *