যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে
Jabi Jedin Shmshan Ghate, Basher Dolay Chore
শিল্পী-পরীক্ষিত বালা
হাতির দাঁতের পালঙ্ক তোর,রইবে খালি পড়ে।
যাবি যেদিন শ্মশান ঘাটে,বাঁশের দোলায় চড়ে।।
সঙ্গে দিবে এক মুঠো তিল,গোটা কয়েক কড়ি,
দুই চোখে তুলসী পাতা,সঙ্গে মাটির হাড়ি।।
পরনের ঐ দামি কাপড়,নেবে সেদিন কেড়ে।।
যাবি যেদিন শ্মশান ঘাটে,বাঁশের দোলায় চড়ে।।
যে ছেলেটি প্রথম তোকে,ডেকেছিল পিতা,
শ্মশান ঘাটে সেই ছেলেই তো,জ্বালবে রে তোর চিতা।।
পুড়বে রে তোর সাধের দেহ,কর্ম রবে পরে।।
যাবি যেদিন শ্মশান ঘাটে,বাঁশের দোলায় চড়ে।।
পরকে আপন ভেবে রে তুই,বাঁধলি সুখের ঘর,
দয়ালই তোর পরম আপন,আর তো সবি পর।।
অন্তিমকালে হরি বলে,ডাক্ রে সকল ছেড়ে।।
যাবি যেদিন শ্মশান ঘাটে,বাঁশের দোলায় চড়ে।।।