হুজুরের নামাজের আইন এমনি ধারা | Hujurer Namajer Ain Emni Dhara | Key Lyrics

হুজুরের নামাজের আইন এমনি ধারা
Hujurer Namajer Ain Emni Dhara
ফকির লালন সাঁই
ইবলিসের সেজদার ঠাঁই
ছেড়ে চাই সেজদা করা ।
হুজুরের নামাজের আইন
এমনি ধারা ।।
সেজদা করছে সে তো
স্বর্গ-মর্ত্য-মাতাল জোড়া
কোনখানে সে বাদ রেখেছে
দেখ না তোরা ।।
জায়গার মাহাত্ম্য বুঝে
সেজদা দিতে পারে যারা
আগমে কয় তাদের হবে
নামাজ সারা ।।
কিসে হয় আসল নামাজ
কর সেই কাজ ভাই সকলেরা
লালন বলে আখের যাতে
যায় না মারা ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *