রাধা সে তো নয়ত কোন নারী
Radha Se To Noyto Kono Nari
কথা,সুর,শিল্পী-অর্জুন বিশ্বাস
রাধা সে তো নয়ত কোন নারী।।
যে/করে কৃষ্ণের আরাধনা।।
রাধা নামটি তারই।
রাধা সে তো নয়ত কোন নারী।।
বৈষ্ণব কবির রাধা তো ঐতিহাসিক নয়,
স্রষ্টা সৃষ্টির লীলানন্দে রূপক অর্থে হয়।।
রাধা হলো জীবাত্মা।।
নয়ত দেহধারী।
রাধা সে তো নয়ত কোন নারী।।
এই দেহেই শ্যামের বাঁশি যমুনার কূল
গোকুল বৃন্দাবন,
রাধাকৃষ্ণের প্রেমাভিসার যুগল মিলন।।
তুমি আমি নারী পুরুষ।।
রাধার অনুসারী।
রাধা সে তো নয়ত কোন নারী।।
স্রষ্টার যে আরাধনা করে সে রাধা,
জীবাত্মা আর পরমাত্মা একই সুতায় বাধা।।
সহস্রার চক্র কৃষ্ণ।।
রাধা মূলাধারধারী।
রাধা সে তো নয়ত কোন নারী
যে/করে কৃষ্ণের আরাধনা।।
রাধা নামটি তারই।
রাধা সে তো নয়ত কোন নারী।।