তোমার বাড়ির সামনে দিয়ে
Tomar Barir Samne Diye
তোমার বাড়ির সামনে দিয়ে
আমার মরণ যাত্রা যেদিন যাবে
মরণ যাত্রা যেদিন যাবে
তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো
শেষ দেখাটা দেখতে পাবে
মরণ যাত্রা যেদিন যাবে …
আমায় দেখতে তোমায়
দেয়নি যারা
জানবে না যে কেউ তো তারা
আমি পাথর চখের দ্রিস্টি দিয়ে
দেখব তোমায় বিভোর ভাবে
মরন যাত্রা যেদিন যাবে
তুমি ফুল ছুড়না উপর থেকে
একটু ফেলো দীর্ঘ নিঃশ্বাস
আমার শিওরে জলা ধুপের ধোয়ায়
অটাই হবে সুখের বাতাস
তুমি ফুল ছুড়না উপর থেকে…………
যদি নতুন কোন জন্ম থাকে
পাবো দুজন দুজনাকে