বরষা গেল আশ্বিন এলো উমা এলো কই | Borsha Gelo Asshin Elo Uma Elo Koi | Agomoni Gaan

বরষা গেল আশ্বিন এলো উমা এলো কই
Borsha Gelo Asshin Elo Uma Elo Koi
Agomoni Gaan
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম
তালঃ বৈতালিক
Song: Barsha Gelo Aswin Elo
Album Title:  Aay Ma Uma Devotional Songs
Artist:  Nirmal Mukherjee
Music Director: Kazi Nazrul Islam
Lyricist:  Kazi Nazrul Islam

বরষ গেল, আশ্বিন এলো, উমা এলো কই

শূন্য ঘরে কেমন করে পরান বেঁধে রই।।

ও গিরিরাজ! সবার মেয়ে

মায়ের কোলে এলো ধেয়ে,

আমারই ঘর রইল আঁধার, আমি কি মা নই?

নাই শাশুড়ি ননদ উমার, 

আদর করার নাই (কেহ)

মা অনাদরে কালী সেজে বেড়ায় নাকি তাই।

মোর গৌরী বড় অভিমানী,

সে বুঝবে না মার প্রাণ-পোড়ানী;

আনতে তারে সাধতে হবে তার যে স্বভাব ঐ।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *