মা মাগো মা আমায় ছেড়ে
Maa Mago Maa Amay Chede
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত: মৃণাল বন্দ্যোপাধ্যায়
শিল্পী: মান্না দে
Maa Mago Maa Amay Chede
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত: মৃণাল বন্দ্যোপাধ্যায়
শিল্পী: মান্না দে
মা মাগো মা,আমায় ছেড়ে,
কোথাও তুমি চলে যেও না।।
মা মাগো মা।
রাত দুপুরে কিংবা,
কোনো কাক ভোরে,
যেন চোখ চাইলেই দেখি,
তোমায় চোখ ভরে।।
আমার ঘরে দোরে
যাক না ঝরে
তোমার সূর্য্য সোনা
চাঁদের জোছনা।
মা মাগো মা,আমায় ছেড়ে
কোথাও তুমি চলে যেও না
মা মাগো মা।
কাজের দিনে কিংবা,
ছুটির দিন এলে,যেন পূজা করি,
ছেলেখেলাও যাই খেলে।।
কোনো দুঃখ পেলে মন ভাঙলে
পাই যেন মা তোমার স্বান্তনা।
মা মাগো মা আমায় ছেড়ে,
কোথাও তুমি চলে যেও না।।
মা মাগো মা।