যমুনা কি বলতে পারে
Jamuna Ki Bolte Pare
রাগ: কিরওয়ানি
কথা: সুনীল বরণ
সুর: গোবিন্দ বসু
শিল্পী: শিপ্রা বসু
Jamuna Ki Bolte Pare
রাগ: কিরওয়ানি
কথা: সুনীল বরণ
সুর: গোবিন্দ বসু
শিল্পী: শিপ্রা বসু
যমুনা কি বলতে পারে,
কতবার কেঁদেছে রাধা।।
যমুনা কি বলতে পারে ?
আনমনে চলতে গিয়ে।।
কোন পথে পেয়েছে বাধা !
যমুনা কি বলতে পারে ?
কতবার কেঁদেছে রাধা !
যমুনা কি বলতে পারে ?
অঙ্গে সোনা ছিল যত,
কলঙ্কে দ্বিগুণ তত।।
ও কালি চন্দন হত অবিরত।।
কালিন্দীর ওই কালো জলে।।
ভেসে গেল নিরব কাঁদা।
যমুনা কি বলতে পারে ?
কতবার কেঁদেছে রাধা !
যমুনা কি বলতে পারে ?
ধাপা ধামাপা মাধাপা
মারেমা রেপাপা
ধাপা মাগারে মাগারে সানি
নিরেনি ধাপা পাধাপা গারে
নিরেনি ধাপা সা
ধন্য প্রেমে জরজর,
আনন্দ অধিক আরো।।
পিরীতি সুন্দরতর মনোহর।।
গুণধর রুপ লাগি
দিবানিশি হয়েছে সফল।
যমুনা কি বলতে পারে ?
কতবার কেঁদেছে রাধা !
যমুনা কি বলতে পারে ?
কতবার কেঁদেছে রাধা !
যমুনা কি বলতে পারে ?