নন্দলাল দেবদুলাল
Nandalal Debdulal
কথা ও সুর: সলিল চৌধুরী
শিল্পী: স্বপন বসু
Nandalal Debdulal
কথা ও সুর: সলিল চৌধুরী
শিল্পী: স্বপন বসু
ওহে নন্দলাল !
শুনছি নাকি মেয়ের বিয়ে
পাত্র কেমন দেখে এলে ?
ওহে নন্দলাল!
পাত্র খুবই ভালো
খাঁটি সৎ ব্রাহ্মণের ছেলে
চোখ দুটো যা ট্যারা
একটা ঠ্যাঙ খোঁড়া
রংটা বেজায় কালো
নইলে পাত্র খুবই ভালো !
তা হোক গে!
বুঝলে নন্দলাল
পাত্র তেমন সরেস হলে
কানা কিংবা খোঁড়াটা কেউ
বিচার করে থোড়া
জয় কালী জয় কালী বলে
দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে
দাও ঝুলিয়ে,বুঝলে নন্দলাল!
তবে বুঝলে দেবদুলাল
আরেকটু দোষ আছে
তাতে ভাঙ্গছে ব্রাহ্মণের রেওয়াজ
সুযোগ পেলেই ছেলেটা খাচ্ছে
[একটু আধটু পেঁয়াজ !]-২
অ্যাঁ,বল কি নন্দলাল !
ভেঙ্গে ব্রাহ্মণের রেওয়াজ
ছেলে কিনা খাচ্ছে পেঁয়াজ !
না না না না না না
বুঝলে দেবদুলাল
পেঁয়াজটা তো রোজ খায়না
এমনি ভালো ছেলে
পেঁয়াজটা খায় একটু আধটু
[মাংস-টাংস খেলে]-২
অ্যাঁ,বলো কি নন্দলাল !
ছি ছি ছি ছি ছো ছো
শেষে কিনা পেলে!
পেঁয়াজ-খেকো,মাংস-খেকো ছেলে !
না না না না না না না না
বুঝলে দেবদুলাল
মাংসটা তো রোজ খায়না
এমনি ভালো ছেলে
মাংসটা খায় একটা আধটু
[নেশা টেশা করলে]-২
অ্যাঁ,বলো কি নন্দলাল !
আরে ছি ছি ছি ছি ছি ছি!
এ তো দেখি পেঁয়াজ-খেকো
মাংস-খেকো,মদো-মাতাল ছেলে !
না না না না না না না না
বুঝলে দেবদুলাল
নেশাটা তো রোজ করেনা
এমনি ভালো ছেলে
এ নেশা করে মাঝে মধ্যে
[বাঈজী বাড়ি এলে]-২
অ্যাঁ,বলো কি নন্দলাল
ছ্যা ছ্যা ছ্যা ছ্যা ছ্যা ছ্যা
শেষে কিনা পেলে পেঁয়াজ-খেকো
মাংস-খেকো মোদো-মাতাল
চরিত্রহীন ছেলে !
না না না না না না না না
বুঝলে দেবদুলাল
কুসঙ্গে তো রোজ যায়না
এমনি ভালো ছেলে
কুসঙ্গে যায় ওয়াগান ভেঙ্গে
[টাকা পয়সা পেলে !]-২
অ্যাঁ,বলো কি নন্দলাল !
শেষে কিনা পেলে
পেঁয়াজ-খেকো মাংস-খেকো
মোদো-মাতাল চরিত্রহীন
ওয়াগান-ভাঙ্গা ছেলে !
না না না না না না না না
বুঝলে দেবদুলাল
[ওয়াগানটা তো রোজ ভাঙ্গেনা
এমনি ভালো ছেলে]-২
[ওয়াগান ভাঙ্গে মাঝে মধ্যে]-২
বাইরে-টাইরে এলে
কেননা বেশির ভাগই সময় কাটে তার
[আলিপুরের জেলে]-২
অ্যাঁ,বলো কি নন্দলাল !
তউবা তউবা তউবা
এতো দেখছি এক্কেবারে
হাড়-হাভাতে ছেলে রে বাবা !
না না না না না না না না
বুঝলে দেবদুলাল
[এখন সে আর নেইকো জেলে
এমনি ভালো ছেলে]-২
এবার ইলেকশনে দাঁড়িয়েছে সে
মন্ত্রী হবে বলে হা হা
ইলেকশনে দাঁড়িয়েছে সে
[মন্ত্রী হবে বলে !]-২
অ্যাঁ,বলো কি নন্দলাল
এতো দেখছি খাসা ছেলে
মন্ত্রী বা এম এল এ হলে
সব কলঙ্ক যাবে চলে! বুঝলে?
মন্ত্রী বা এম এল এ হলে
সব কলঙ্ক যাবে চলে
[জয় কালী জয় কালী বলে
দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে]-৩
(জয় মন্ত্রী বাবা!
এমন ভালো জামাই খুঁজে পাবেনা গো
জয় কালী জয় কালী বলে
দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে দাও।