ষোল থেকে সতের পার হয়েছি আঠারো | Sholo theke sotero par hoyechi atharo | Lyrics

ষোল থেকে সতের পার হয়েছি আঠারো
Sholo theke sotero par hoyechi atharo
ছায়াছবি: আত্মত্যাগ
গীতিকার: মোহাম্মদ রফিকউজ্জমান
সুরকার: আলাউদ্দিন আলী
শিল্পী: বাবুল সুপ্রিয়

ষোল থেকে সতের পার হয়েছি আঠারো

সাসা রেসা সানি সা
সাসা নিসা সানি সা
সাসা সারে গাপা
গানি সারে গাসা
ষোল থেকে সতের
পার হয়েছি আঠারো এ।।
একা একা বন্ধুগো
রইবো কতদিন আরো
ও মনে মনে প্রেম করেছি লো
গো বন্ধু ঘরে যদি নিতে না পার
তুমি আর কটা দিন ধৈর্য্য ধর।
আ ষোল থেকে সতের
পার হয়েছি আঠারো
একা একা বন্ধুগো
রইবো কতদিন আরো
ও মনে মনে প্রেম করেছি লো
গো বন্ধু ঘরে যদি নিতে না পার
ও তুমি আর কটা দিন ধৈর্য্য ধর হ্যাঁ
তোমার প্রেমে পাগল আমি
তাইতো করি পাগলামী।
এমন কয় জন বুকে ধরে
রাখবো বেধে অন্তরে।
শিরি ফরহাদ লাইলী মজনু
নাইবা হলাম
প্রেম কাহিনী লিখবো আবারো
আমরা প্রেম কাহিনী
লিখবো আবারো।
এ এ ষোল থেকে সতের
পার হয়েছি আঠারো।
একা একা বন্ধুগো
রইবো কতদিন আরো
ও মনে মনে প্রেম করেছি লো
গো বন্ধু ঘরে যদি নিতে না পার
ও তুমি আর কতোদিন ধৈর্য্য ধর উ
পা পা পা পা সা সা সা সা
পা পা পা পা সা সা সা সা
লা লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা লা
প্রানের ভিতর প্রানে ধরে
ভাসবো ভালো প্রাণ ভরে।
জেগে জেগে দুই নয়নে
তোমায় দেখি স্বপনে।
আশায় আশায়
দিন কাটেনা রাত কাটেনা
ঘুম আসেনা চোখে আমার
ও বন্ধু ঘুম আসেনা চোখে আমার
আ ষোল থেকে সতের
পার হয়েছি আঠারো
একা একা বন্ধুগো
রইবো কতদিন আরো
ও ও মনে মনে প্রেম করেছি লো
গো বন্ধু ঘরে যদি নিতে না পার
ওগো তুমি আর কটা দিন ধৈর্য্য ধর।

 

Sholo theke sotero par hoyechi atharo

Check Also

এই রাত অক্ষয় হোক | Ei Raat Akkhoy Hok

এই রাত অক্ষয় হোক Ei Raat Akkhoy Hok কথা: মোহাম্মদ রফিকউজ্জামান সুর: আলাউদ্দিন আলী কণ্ঠ: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *