গ্রীষ্ম বর্ষা শরত্ হেমন্ত
Grishmo Barsha Shorot Hemonto
ছড়া গান
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান
সুর: খন্দকার নূরুল আলম
Grishmo Barsha Shorot Hemonto
ছড়া গান
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান
সুর: খন্দকার নূরুল আলম
গ্রীষ্ম বর্ষা শরত্ হেমন্ত শীত বসন্ত
ছয়টি পাখি ছয়টি রুপে
এসে বাংলাদেশে
ছয়টি সুরে করে ডাকাডাকি
গ্রীষ্ম বর্ষা শরত্ হেমন্ত শীত বসন্ত।
রোদে পুড়িয়ে হাওয়ায় উড়িয়ে,
গ্রীষ্ম এসে কয়,
নতুন পথে চলতে হবে,
ভাঙ্গিয়ে দিলাম ভয়।।
বৃষ্টি নূপুর পড়ে বর্ষা এসে
মেঘের কাজল দিয়ে
সাজাই আঁখি
গ্রীষ্ম বর্ষা শরত্ হেমন্ত শীত বসন্ত।
নদীর দুটি কূল,
সাদা সাদা ফুল,
দুলিয়ে কাশের বন,
শরত্ পাখি ঘরে আসার,
জানায় নিমন্ত্রন।।
ধানের ক্ষেতে সোনার ফসল দোলে
পড়ায় হেমন্তকে সোনার রাখী
গ্রীষ্ম বর্ষা শরত্ হেমন্ত শীত বসন্ত।
গুড়ি গুড়ি বায়,
হিমের কাঁথা গায়,
দাঁড়িয়ে কুয়াশায়,
পাতা ঝরা শীতের ছোঁওয়া,
কাঁপিয়ে দিয়ে যায়।।
ফুলের মেলায় এসে বসন্ত রাজ
রঙে রুপে করে মাখামাখি
গ্রীষ্ম বর্ষা শরত্ হেমন্ত শীত বসন্ত।
ছয়টি পাখি ছয়টি রুপে
এসে বাংলাদেশে
ছয়টি সুরে করে ডাকাডাকি।
গ্রীষ্ম বর্ষা শরত্ হেমন্ত শীত বসন্ত
গ্রীষ্ম বর্ষা শরত্ হেমন্ত শীত বসন্ত
গ্রীষ্ম বর্ষা শরত্ হেমন্ত শীত বসন্ত।