একবার যদি কেউ ভালোবাসত
Ekbar Jodi Keu Bhalobasto
তাল: কাহারবা
ছায়াছবি: জন্ম থেকে জ্বলছি
গীতিকার: আমজাদ হোসেন
সুরকার: আলাউদ্দিন আলী
শিল্পী: সৈয়দ আব্দুল হাদী/সামিনা নবী
Ekbar Jodi Keu Bhalobasto
তাল: কাহারবা
ছায়াছবি: জন্ম থেকে জ্বলছি
গীতিকার: আমজাদ হোসেন
সুরকার: আলাউদ্দিন আলী
শিল্পী: সৈয়দ আব্দুল হাদী/সামিনা নবী
একবার যদি কেউ ভালোবাসত,
আমার নয়ন দুটি জলে ভাসত,
আর ভালোবাসত।।
এ জীবন তবু কিছু না কিছু পেত ও ও
একবার যদি কেউ ভালোবাসত,
আমার নয়ন দুটি জলে ভাসত,
আর ভালোবাসত।
যদি এমন হতো একটি কথা,
আমায় বলে কেউ ভেঙে দিত,
সব নীরবতা।।
এ জীবন তবু কিছু না কিছু পেত ও ও
একবার যদি কেউ ভালোবাসত,
আমার নয়ন দুটি জলে ভাসত,
আর ভালোবাসত।
যদি এমন হত একটি শ্রাবণ,
আমায় কাঁদিয়ে বলে যেত সে,
এইতো মরণ।।
এ জীবন তবু কিছু না কিছু পেত ও ও
একবার যদি কেউ ভালোবাসত,
আমার নয়ন দুটি জলে ভাসত,
আর ভালোবাসত।
এ জীবন তবু কিছু না কিছু পেত ও ও
একবার যদি কেউ ভালোবাসত,
আমার নয়ন দুটি জলে ভাসত,
আর ভালোবাসত।
…………………………………………………………………………
Translation:
If anybody would love me once
My two eyes would
shade tears and would love
This life would get
something at least
If it would happen so,a word
Anyone saying me
would break all the silence