ভাইজান তোমরা জানোনি বুবুজান তোমরা জানোনি | Bhaijan tomra janoni bubujan tomra janoni | সবজির গান – Lyrics

ভাইজান তোমরা জানোনি বুবুজান তোমরা জানোনি
Bhaijan tomra janoni bubujan tomra janoni
শিল্পী: নকুল কুমার বিশ্বাস

Bhaijan tomra janoni bubujan tomra janoni Lyrics

 ভাইজান তোমরা জানোনি
বুবুজান তোমরা জানোনি
পাতার মধ্যে আছে আয়রণ
ফুলে ভিটামিন ‘সি’
ভাইজান নাম তার ফুলকপি
বুবুজান তোমরা জানোনি।
 
মিষ্টি কুমড়া-গাজর-শিমে
করলাতে ভিটামিন ‘এ’
কাঁচা পেঁপে-বেগুন-ঝিঙায়
আছে ভিটামিন ‘বি’
ভাইজান তোমরা জানোনি
বুবুজান তোমরা জানোনি।।
 
চমৎকার ওই সরষে শাকে
‘এ’ ভিটামিন প্রচুর থাকে
মূলা শাকে ভিটামিন ‘সি’
আছে অনেক বেশি।
ভাইজান তোমরা জানোনি
বুবুজান তোমরা জানোনি।।
 
লালশাক ভরা ভিটামিন ‘এ’
‘সি’ আছে কাঁচা মরিচে
শসা আর পটলের মাঝে
আছে ভিটামিন ‘বি’।।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *